Update
নোটিশ
24 Mar 2024
Subject: নোটিশ

<p>এতদ্বারা &quot;উম্মুল কুরা হিফজ একাডেমির&quot; সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক / শিক্ষিকা, ছাত্র /ছাত্রী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ ২০২৪ ইং রোজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকা হইতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা গেল। নির্দেশ প্রদানে প্রধান শিক্ষক উম্মুল কুরা হিফজ একাডেমি সীতাকুণ্ড, চট্টগ্রাম</p>