Update
ঈদুল আজহা উপলক্ষে
13 Jun 2024
Subject: ঈদুল আজহা উপলক্ষে

<p>এতদ্বারা &quot;উম্মুল কুরা হিফজ একাডেমির&quot; সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক / শিক্ষিকা, ছাত্র /ছাত্রী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ জুন ২০২৪ ইং রোজ শনিবার থেকে ২৪ জুন ২০২৪ ইং তারিখ রোজ সোমবার পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসার সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ জুন ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার হতে যথারীতি মাদ্রাসার সকল একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে ইনশা-আল্লাহ। সকল শিক্ষক / শিক্ষিকা এবং ছাত্র - ছাত্রীদের খোলার দিবস থেকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা গেল। নির্দেশ প্রদানে প্রধান শিক্ষক উম্মুল কুরা হিফজ একাডেমি সীতাকুণ্ড, চট্টগ্রাম</p>