Update
ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
01 Jun 2024
Subject: ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

<p>এতদ্বারা উম্মুল কুরা হিফজ একাডেমি সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০২/০৬/২০২৪ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হইতে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হবে। উক্ত ফলাফল ও অভিভাবক সমাবেশে সকল ছাত্র - ছাত্রী এবং অভিভাবকদের যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আহবান করা গেল।</p> <p>শুভেচ্ছান্তে</p> <p>মুহাম্মদ বোরহান উদ্দিন</p> <p>প্রধান পরিচালক উম্মুল কুরা হিফজ একাডেমি</p>